
মুজিব শূন্যতা
 মুহাম্মদ তাফহীমুল ইসলাম
হাজার বছর চলে যাবে
 আসবে না ফের এক মুজিব
 স্বাধীনতার ডাক দিবে না
 দরাজ গলায় শেখ মুজিব!
বলবে না আর যুদ্ধে যেতে
 শত্রু সেনা ঠেকাতে
 আর যাবে না তাঁকে দেখা
 বীরের সাহস দেখাতে!
স্বাধীনতা আনবে বলে
 আর যাবে না জেলে
 মাকে রেখে থাকবে না সে
 কারাগারের সেলে!
ঢাকার বুকে বলবে না আর-
 চাই অধিকার চাই
 যার যা আছে তা নিয়ে আয়
 যুদ্ধে সবাই যাই!
মাটির কোলে ঘুমে আছেন
 সেই সে মহান নেতা
 দেশের দিকে আছেন চেয়ে
 চেপে বুকের ব্যথা!
