তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- বাঁশখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মৌলভী নুর হোসেনের আরোগ্য কামনায় আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ বাঁশখালী শাখার উদ্দ্যোগে এক দোয়া মাহফিল আজ দুপুরে চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আব্দুল্লাহ কবির লিটনের শহরস্থ বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার জসিম উদ্দিন, কারা পরিদশর্ক ফোরকানুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণজেলা যুবলীগের সদস্য জাহেদ আকবর জেবু, বাঁশখালী তাঁতী লীগের সভাপতি মেম্বার জামাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আরিফুজ্জামান আরিফ, বাঁশখালী উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আবছার, আওয়ামীলীগ নেতা হাবিব উল্লাহ, শমশুল আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল ওয়াজেদ, দক্ষিণজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাইনুল মান্নান,শাহাব উদ্দিন, মোঃ ফাহিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মৌলভী নুর হোসেন দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। সম্প্রতি তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।