জুমাবার বাদে মাগরিব হতে বাঁশখালী রামদাস মুন্সির হাট বাইতুর রহমান জামে মসজিদে গারাংগিয়া আলীয়া দরবার শরিফের সুযোগ্য খালিফা ও মাসিক মাহফিল পরিচালক বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ নজির সাহেব (ম:জি:আলির) সভাপতিত্বে মাসিক তরিকতের মাহফিল অনুষ্ঠিত হয়! উক্ত মাহফিলে প্রধান মেহমান ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গারাংগিয়া আলীয়া দরবার শরিফের সুযোগ্য খলিফা চিব্বাড়ী আদর্শ মহিলা আলিম মাদ্রাসার সমমানিত অধ্যক্ষ আলহাজ্ব শাহ্ মাওলানা সিরাজুল কবির সাহেব (ম: জি:আ:) বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া নিবাসী মাওলানা খোরশেদুল আলম সাহেব (ম: জি:আ:) মাওলানা আবদুর রহমান শিবলী সাহেব সাতকানিয়া, অএ মসজিদের ইমাম মাওলানা আনুয়ারুল ইসলাম গাজী সাহেব,মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব পালেগ্রাম,মাওলানা আশরাফুল ইসলাম সাহেব পালেগ্রাম, মাস্টার আমিনুল ইসলাম সাহেব পালেগ্রাম, মাওলানা মোহাম্মদ ইলিয়াস সহ আর বহু ওলামায়ে কেরাম গন উপস্থিত ছিলেন। যারা এই মাহফিলকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন সবাইকে আল্লাহ কবুল করুক (আমিন) ইনশা আল্লাহ আগামী মাহফিল প্রতি ইংরেজি মাসের ২য় জুমাবার আয়োজন করা হবে,ইনশা আল্লাহ আগামী মাসের মাহফিল ৯ /৩/২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে আপনারা সবাই উপস্থিত হয়ে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি ও আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাত ও বরকত হাসিল করুন