বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদের মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে বিকাল ৩ ঘটিকার সময় খতমে কোরআন ও মিলাদ মাহফিল শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, শহীদুল ইসলাম ত্যাগী, কর্মঠ, যোগ্য ছাত্রনেতা ছিলেন। শহীদুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করে গণতান্ত্রিক আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তাঁর মৃত্যুতে আমরা হারিয়েছি একজন প্রকৃত জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতাকে। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, মহান আল্লাহ যেন তাঁর পরিবার পরিজনকে শোক সহ্য করার শক্তি দান করে। প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি (চট্টগ্রাম বিভাগ) সরওয়ার উদ্দীন সেলিম বলেন, শহীদুল ইসলাম আমাদের একজন ভালো সহযোদ্ধা ছিল, গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অতুলনীয়। তিনি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আব্বাস, বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, শহীদুল ইসলামের আত্মত্যাগকে বুকে ধারণ করে দক্ষিণ জেলা ছাত্রদলকে এগিয়ে যেতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান বলেন, শহীদুল ইসলাম জাতীয়তাবাদী ছাত্রদলের এক সাহসী ও কর্মবীর ছাত্রনেতা ছিলেন, যাঁর মৃত্যুতে জাতীয়তাবাদী দলের অপূরণীয় ক্ষতি হল যা কখনোই পূরণ হবার নয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো: কাশেম চৌধুরী, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক নেছারুল হক নাজমুল, কেন্দ্রীয় ছাত্রদল সদস্য জায়েদ বিন রশিদ। এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক এডভোকেট আবু তাহের, সহ ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: আলী।
প্রেস বিজ্ঞপ্তি