শিক্ষার্থীদের নিয়ে এ্যামবিশনের আইনি সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

“এসো অাইন জানি, অাইন মানি” – অপরাধ মুক্ত বাংলাদেশ গড়ি এই শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন এ্যামবিশনের কলেজ ক্যাম্পেইন শুরু হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মাস্টার নজির আহমেদ কলেজের মিলনায়তনে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থীদের মাঝে আইনি সচেতনতা ও উচ্চশিক্ষা বিষয়ক এক বিশাল ক্যাম্পেইনের মধ্য দিয়ে শুরু হলো এ্যামবিশনের প্রথম কলেজ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে বক্তারা বলেন, আমরা অনেকসময় অনলাইন হ্যারেজমেন্টরে শিকার হই, কিংবা মাদকের ধ্বংসাত্বক আক্রমণের শিকার হচ্ছে আমাদের সমাজ। প্রতিনিয়ত যৌতুকের কারণে নির্যাতনের শিকার হচ্ছে আমাদের সমাজের অনেকে ।

বক্তারা দেনমোহর ও যৌতুকের বিভিন্ন দিক, সমস্যা, এই সম্পর্কিত অাইন ও তার প্রতিকার নিয়ে কথা বলেছেন

এছাড়া, উচ্চ মাধ্যমিক পাশ করা গ্রামীণ শিক্ষার্থীরা যখন উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে শহরের পথে পা বাড়ায় তখন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়; শহরের উন্নতমানের কলেজগুলোর শিক্ষার্থীদের সাথে পাল্লা দিতে কষ্ট হয়ে যায় গ্রামীন ছেলেমেয়েদের। তাই গ্রামীণ শিক্ষার্থীরা যেন শহরের শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে না থাকে, তার জন্য করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন বক্তারা।

একইদিনে এ্যামবিশনের ২য় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে। সেখানেও প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিল।
ক্যাম্পেইনে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রায়হান সোবহান, একই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মু. তাওহীদুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. নাজিম উদ্দীন।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতার প্রশংসা করেন এ্যামবিশনের ক্যাম্পেইন টিম।

তারা আরো জানান, চলমান কলেজ ক্যাম্পেইনটি চ্ট্টগ্রাম জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসাগুলোতেও ক্যাম্পেইন নিয়ে হাজির হবে এ্যামবিশনের টিম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *