তৃষ্ণা
 শোয়াইব শাহরিয়ার
ভীষণ ঠাণ্ডা বাতাস। কেন জানি মনে হয়—
 রাতের আঁধারে দুটি হাত এগিয়ে আসছে আগুনমাখা!
 উষ্ণতার পরিভ্রমণ শেষে ঠোঁটের কাছেই থামা
 পরিযায়ী পাখির জীবন মানেই অভিনয়।
খেলাঘর বাঁদতে শিখে গেছি নিয়ন আলোয়
 দু’পা দূরত্বে, অজস্র ঢেউয়ের বুনো আধিপত্য!
 সত্যি, ভালোবাসার মাঠে আমি ভীষণ ব্রাত্য।
সেই হাতদুটি ফের উল্টেপাল্টে সুখ খুঁজি স্বেচ্ছায়,
 এ-জীবন চলেই যাবে—কেবল তোমার তৃষ্ণায়।

