আসন্ন ঈদ উপলক্ষে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সারা বাঁশখালী ব্যাপী গরীব দুস্তদের মাঝে ঈদ উপহার বিতরণের অংশ হিসেবে আজ সরলের আমিরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাপড় বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিতরণ কার্যক্রমটি তদারকি করছেন ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি। তিনি গরীবদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেয়ার সুযোগ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন।
ট্রাস্ট্রের পক্ষে সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো. ফেরদৌস আক্তার। এসময় উপস্থিত ছিলেন মো. শহিদুল্লাহ, প্রধান শিক্ষক বাঁশখালী আদর্শ প্রাথমিক বিদ্যালয়, মো. হোসাইন, প্রধান শিক্ষক দক্ষিণ সরল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সমাজ সেবক মো. শাহাবুদ্দীন, মো. আলাউদ্দিন, শিক্ষক দ. সরল সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি