সাংবাদিক হেলাল হুমায়ুনের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

blank

চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হেলাল হুমায়ুনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৩০ অক্টোবর।

এ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে তাঁর বাস ভবনের কমিউনিটি হলে খতমে কোরআন, তাহলিল, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাতকানিয়ায় মরহুমের প্রতিষ্ঠিত আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, তালগাঁও আল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল হেলাল মহিলা মাদ্রাসায় স্বাস্থ্যবিধি মেনে কবর জেয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আল হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী ৩১ অক্টোবর নগরীর বিভিন্ন স্থানে এতিম ও দুস্থদের মাঝে খাবার ও শীত বস্ত্রবিতরণের কর্মসূচি রয়েছে।

বর্ণাঢ্য জীবনে তিনি দৈনিক নয়াদিগন্তসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় চট্টগ্রাম ব্যুরো প্রধান, সাংবাদিক সংগঠন ও সমাজকল্যাণমূলক সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন

সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাঁর অনন্য অবদানের জন্য তিনি একাধিক স্বর্ণপদক ভূষিত হন।

বহুমূখী প্রতিভার অধিকারী হেলাল হুমায়ুন ১৯৫৬ সালের ১৫ জুন চট্টগ্রামের সাতকানিয়ার তালগাঁও গ্রামে জন্মগ্রহন করেন এবং২০১৬ সালের ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *