সিএসসিআর হাসপাতালে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইনস্ট্রুমেন্ট, লাইন্সেসবিহীন ফার্মেসি পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৮ জু্লাই) বিকেলে র‍্যাব, স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সমন্বয়ে অভিযান চালানো ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

এছাড়া ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে এ হাসপাতালকে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম সাংবাদিকদের জানান, সিএসসিআর হাসপাতালের বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। অপারেশন থিয়েটারে কিছু সার্জিকাল ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে যেগুলো মেয়াদোত্তীর্ণ। কিছু কিছু ইনস্ট্রুমেন্টের মেয়ার শেষ হয়েছে ২০১২ সালে।

এছাড়া হাসপাতালের দুইটি ফার্মেসির মধ্যে একটির লাইসেন্স নেই বলে জানা ওষুধ প্রশাসন অধিদফতর চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান।

মো. সারওয়ার আলম বলেন, সিএসসিআর হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *