তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস): চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগে নবগঠিত কমিটিতে স্থান পাওয়া বাঁশখালীর ছাত্রলীগ নেতারা আজ বাঁশখালী থেকে নির্বাচিত সাবেক সংসদসদস্য মরহুম সুলতানুল কবির চৌধুরীর কবর জেয়ারত করেন। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আরিফুজ্জামান আরিফ, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুল হক , সাংগঠনিক সম্পাদক হোসাইন মুহাম্মদসহ প্রমুখ নেতৃবৃন্দ। কবর জেয়ারত শেষে তারা মরহুম সুলতানুল কবির চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
সুলতানুল কবিরের কবর জেয়ারত শেষে নেতৃবৃন্দ চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, আগামী নির্বাচনে বাঁশখালী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ কবির লিটনের বাবা মরহুম নুরুল কবিরের কবরও জেয়ারত করেন।