বাঁশখালী টাইমস: বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে হাতির তাণ্ডব এখন নিত্য ঘটনা। প্রতিদিন কোন না কোন বসতঘরে হামলাসহ প্রাণ কেড়ে নিচ্ছে এলাকাবাসীর। জানা গেছে, গত কয়েক বছরে সাধনপুরে হাতির আঘাতে মারা গেছে অন্তত ২০ জন।
সম্প্রতি হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
সূত্র জানায়, সন্ধ্যা নামার সাথে সাথে জনমনে বিরাজ করে গভীর অাতঙ্ক, চরম উৎকণ্ঠা। সাধারণের জীবনযাত্রা অতিমাত্রায় ব্যাহত হওয়া ছাড়াও পাকা, অাধাপাকা, কাঁচা ঘরবাড়ির বিপুল ক্ষতিসাধন, ফসল এবং ফসলী জমি নষ্ট সেই সাথে বহু মানুষের জীবনহানি এ এলাকাকে রক্তাক্ত, ক্ষত বিক্ষত করেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসন এ ব্যাপারে নির্বিকার, নির্লিপ্ত, দায়সারা। চলমান এ সমস্যা থেকে উত্তোরণ এবং প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকল্পে সচেতন অাপামর জনসাধারণ কাল ৩ অাগষ্ট শুক্রবার সকাল ৯:৩০ টায় বাণীগ্রাম বাজারে এক মানববন্ধনের অায়োজন করেছে।
উক্ত মানববন্ধনে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সবান্ধব উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য অায়োজকবৃন্দের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

