৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডার পেলেন বাঁশখালীর মাসুমা শিমুল

বাঁশখালী টাইমস: বাংলাদেশ সিভিল সার্ভিসের বহুলকাঙ্খিত প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করলেন বাঁশখালীর মেয়ে কৃতি ছাত্রী মাসুমা বেগম শিমুল।

তিনি চুয়েট থেকে আরবান এণ্ড রিজিওনাল প্লানিং সাবজেক্টে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। মাসুমা বেগম শিমুল পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাওলানা আবদুল অদুদের মেয়ে।

তাঁর এই অর্জনে বাঁশখালীর সর্বস্তরের সকলের শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত রয়েছে।

You May Also Like

2 thoughts on “৩৬তম বিসিএসে প্রশাসন ক্যাডার পেলেন বাঁশখালীর মাসুমা শিমুল

  1. কনক্রিট ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস্ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

  2. ওনি কোন জায়গার সেটা দেখানোর চেয়ে ওনি দেশকে কি দিচ্ছেন এখন সেটাই দেখার বিষয়।ওনি এখন আর বাঁশখালী বাসীর একার সম্পদ না পুরা বাংলাদেশেরই সম্পদ!!

    মন থেকে গভীর সম্মান আর শ্রদ্ধা রইল ওনার প্রতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *