গুরুতর অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। তাঁকে ম্যাক্স হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রাখা হয়েছে। হঠাৎ অসুস্থতাবোধ করলে শনিবার রাত সোয়া ১০ টার দিকে তাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান জানান, মহিউদ্দিন ভাইয়ের দুটি কিডনিই অকেজো। পা দুটো তার চলছেই না। শরীর উপরের দিকে ভারি এবং নিচের দিকে হালকা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে হার্টের বিভিন্ন জটিলতায় ভুগছেন। অনেকবার তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। অনেকটা মনের জোরেই চলছিলেন তিনি। গতকাল রাতে তীব্র অসুস্থতার মুখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য মহিউদ্দিন চৌধুরীকে আজ (রোববার) ভারতের চেন্নাই অথবা সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে। এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে শফিক আদনান জানান, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর বিষয়টির তদারক করছেন।
এদিকে, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে রোববার সকালে ম্যাক্স হাসপাতালে ছুটে যান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ একুশে পত্রিকাকে জানান, সকাল সোয়া ১০ টার দিকে মেয়র হাসপাতালে পৌঁছে প্রায় ৩০ মিনিটের মতো অবস্থান করেন। তিনি মহিউদ্দিন চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং ডাক্তারদের সাথে কথা বলেন। মহিউদ্দিন চৌধুরীর আরোগ্য কামনায় মেয়র আ জ ম নাছির আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন রায়হান ইউসুফ।
: একুশে পত্রিকা

