বাঁশখালী টাইমস: আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে মানবাধিকারে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান মোহাম্মদ আরিফুর রহমান সুজন।
গতকাল ২০ জানুয়ারী চট্টগ্রাম আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক বর্ণিল সম্মেলনে তাঁকে এ সম্মাননা স্মারক তুলে দেন নেপাল জাতীয় সংসদের সদস্য নাজির মিয়া এবং মাওলানা আবেদ আলী।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন ২০১৮ এ সার্কভুক্ত ৮টি দেশের প্রতিনিধিবৃন্দ এবং সারা বাংলাদেশের মানবাধিকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা আবেদ আলি, আব্দুল মোতালেব সিআইপি।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মো: আরিফুর রহমান সুজন দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠক হিসেবে কাজ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজসেবায় অবদান রেখেছেন।
উল্লেখ্য, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন আম্পায়ার। তাঁর বাড়ি পুইছড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের পুর্বচালিয়া পাড়ায়।
সম্মাননার বিষয়ে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘এ স্বীকৃতি শুধু আমার একার নয়, পুরো টীমের- সবার সম্মিলিত সহযোগিতা এ অর্জন সম্ভব হয়েছে। পুরো বাংলাদেশ থেকে ২০ জনের মধ্যে আমিও একজন হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি আগামীতেও বাঁশখালীবাসীর পাশে থাকতে চাই, তাঁদের সেবা করতে চাই’।