বাঁশখালী টাইমস্ প্রতিবেদনঃ সাতকানিয়াকে ২-১ গোলে হারিয়েছে বাঁশখালী ( Banshkhali )। অনূর্ধ্ব-১৮ কনফিডেন্স সিমেন্ট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে গতকাল রাউজান, পটিয়া ও লোহাগাড়ার ভেন্যূতে খেলা ভিন্ন ভিন্নভাবে অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া ভেন্যুতে বাঁশখালী ( Banshkhali )অনূর্ধ্ব ১৮ দল ২-১ গোলে সাতকানিয়ার বিরুদ্ধে জয়লাভ করে। বাঁশখালীর ( Banshkhali )জাহেদ ও মিশকাত এবং সাতকানিয়ার মিনহাজ গোল করেন। ম্যাচ সেরা হন বাঁশখালীর তরুণ জাহেদ।