আরকানুল ইসলামের ছড়া || তেল সমাচার

blank

তেল সমাচার
আ র কা নু ল  ই স লা ম

তেল দিলে পায় পদোন্নতি, তেল দিলে পায় ছুটি
তেল দিয়ে হয় যোগাড়যন্ত্র ভালোই রুজি-রুটি।
বলতে পারলে কে পায় কাছে? আপনি মাদার-হাজি
একটু যদি সুযোগ দেন তো হাত-পা টিপতে রাজি!

তেলে চলন, তেলে বলন, জীবনটা তেলতেলে-
করতে পারলে র’বে না আর জীবন এলেবেলে!
তেলে চলে মোটরগাড়ি, তেলে জ্বলে চুলো
তেলের জোরে আকাশপথে উড়াল মারে ধুলো।

রেলগাড়িও তেল পেলে যায়, নইলে থাকে বসে
সেদিন দেখি বসের মাথায় তেল পড়ছে খসে!
তেলে চলে মন্ত্রীসভা, স্থায়ী কমিটি
তেল পেলে হায় ম্যাডাম-আপা হাসেন মিটিমিটি!

তেলের চাপে লেখা ছাপে, তেলের গুণে হাসে
সারাটা দিন এনার-ওনার দেওয়া তেলে ভাসে।
তেলের পাম্পে পিয়ন ও বস, অফিসটাও চলে
তেল পেলে সব ছোট-বড় মোমের মতো গলে!

তেলে খুশি কাজের বুয়া, দারোয়ান ও খালা
তেলের জোরে ‘ভীম’ ছাড়াও সাফ করে দেয় থালা!
তেলের গুণে তেল ছাড়াও রান্না করে ভালো
তেল তোমাকে নমঃ নমঃ, তুমিই জীবনআলো!

তেল তুমি এক আজিব জিনিস, পেলে কে না খুশি?
ইসলামী জোট, ছাত্রশিবির, ফ্রন্ট ও সেনা খুশি!
বামের সাথে ডানও খুশি, লীগের সাথে দলও
তেল পেয়েও হয় না খুশি কে সে আছে বলো?

তেলের গুণে টিকিয়ে রাখে নিজেরই স্বার্থও!
এমনই এক পদার্থ তেল, পায় অপদার্থও।
অজপাড়ায় এইটুকু তেল পায় না বলে ভাগে
কত শিশুর হয় পড়া শেষ সূর্য ডোবার আগে!

Save

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *