যেমন আছি
আলাউদ্দিন কবির
ভুলতে চেয়ে হয় না ভোলা তোকে
 তুই যে আছিস আজো তোলা বুকে
 কত্তো কিছু বলে কত্তো লোকে
 ওসব বাকির খাতায় রাখি টুকে।
সবাই যখন মত্ত সুখের খোঁজে
 মনটা আমার দুখের পানে ঝোঁকে
 কে জানে হায় কী হলো যে আমার
 ভালো লাগে পাহাড়-পরী-পাথার !
ছন্দবিহীন কাব্যকলার যুগে
 ভুগি আমি ভীষণ ছন্দরোগে
 ওদের চোখে শূন্য আমার ঘর
 জানে না কেউ, হওনি তুমি পর !
জীবনজুড়ে পিছুডাকের ছায়া
 পথে-পথে ছড়ায় সুরের মায়া ;
 আছি আমি আমার আমি ভুলে
 তোমার প্রেমের হাওয়ায় দুলে-দুলে !

