আল মাহমুদ স্মরণ সন্ধ্যা ও ‘দ্রোহের কবি আল মাহমুদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

blank

প্রেম-প্রকৃতি-দ্রোহ আর প্রার্থনার কবি হিসেবে খ্যাত আল মাহমুদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও প্রাবন্ধিক খোরশেদ মুকুলের গবেষণাগ্রন্থ ‘দ্রোহের কবি আল মাহমুদ’। রিয়াজ মোরশেদ সায়েমের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও আল মাহমুদ গবেষক কমরুদ্দিন আহমদ।
‘বিভাজিত রাজনীতির নোংরা মারপ্যাঁচের কারণে তিনি বারবার উপেক্ষার শিকার হয়েছেন। কিন্তু আধুনিক বাংলা ভাষা ও সাহিত্য ক্রমান্বয়ে আল মাহমুদকে ঘিরেই প্রত্যাবর্তিত হবে। কারণ বাঙালি সংস্কৃতি, গৌরবোজ্জ্বল ইতিহাস, বাংলাদেশ, বাংলা ভাষা, স্বাধীনতা ও একুশের অনিবার্য অংশ হয়ে উঠেছে আল মাহমুদের সাহিত্যকীর্তি। শেষ বয়সে আল মাহমুদ চোখে না দেখে মহাকাব্য লিখেছেন, যা বিরাট মাইলফলক হয়ে আছে।’
কবি আল মাহমুদের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উক্ত স্মরণানুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
অক্ষরবৃত্ত প্রকাশনের কর্ণধার আনিস সুজন বইটির বহুল প্রচার প্রসার কামনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন-কবি সেলিম উদ্দিন, লেখক ও সমাজসেবক ব্রাদার বাহার, কথাসাহিত্যিক সুজন আহসান, নব ভাবনা’র সম্পাদক ইমরুল কায়েস, কথাসাহিত্যিক রায়হান সোবাহান ইমন, শিশুসাহিত্যিক শফিকুল আলম সবুজ, শিশুসাহিত্যিক ও শিল্পী আজাদ আশরাফ, কবি লামিয়া ফেরদৌসী লিমা, কবি জাকিয়া তাসনিম বাবলি ও বাচিকশিল্পী তানভীর শিকদারসহ আরও অনেকে।
প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *