উপজেলা পরিষদে নির্বাচিতদের বেসরকারী ফলাফল

blank

বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা পরিষদের নেতৃত্বে পরিবর্তন এসেছে আজ হতে। আজ অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারী ফলাফলে চেয়ারম্যান পদে চৌধুরী মোহাম্মদ গালিব, ভাইস চেয়ারম্যান পদে এমরানুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা আক্তার কাজমী নির্বাচিত হয়েছেন।

উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের চৌধুরী মোহাম্মদ গালিব পেয়েছেন ৫৮ হাজার ৮০১ ভোট। নিকটতম প্রার্থী আনারসের খোরশেদ আলম পেয়েছেন ২৬ হাজার ১৪৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের এমরানুল হক পেয়েছেন ৩৮ হাজার ১৮৭ ভোট। নিকটতম প্রার্থী টিউবওয়েল প্রতীকের আব্দুল গফুর পেয়েছেন ২১ হাজার এক ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা আক্তার পেয়েছেন ৪৫ হাজার ৫৬৯ ভোট। নিকটতম প্রার্থী প্রজাপতি প্রতীকের নুরীমন আক্তার পেয়েছেন ৩৭ হাজার ৮৭১।
মোট ১১০ টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি লক্ষণীয়ভাবে কম হলেও কোনরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন।


You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *