একুশের ছড়াক্কা || মখছুছ চৌধুরী

ছড়াক্কা

বায়ান্নতে ফেব্রুয়ারীর একুশ, আট’ই ফাগুন
গুমরে মরে মর্মজ্বালায়
ভাষার দাবী, বর্ণমালায়
মিছিল মিটিং প্রতিবাদে
দিচ্ছিল প্রাণ নির্বিবাদে-
সে খুনে লাল পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় আগুন।

রক্ষিত হোক ভাষার মান
বাংলাতে হোন অন্তপ্রাণ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *