কবি ওসমান মাহমুদের জন্মদিন আজ
কবি ওসমান মাহমুদ। দীর্ঘদিন ধরে ছড়া-কবিতা লিখে আসছেন। তার ছড়ার মান অনেক উঁচুতে।
মানুষ হিসেবে বড্ড ভালো। যারা মিশেছেন তারা তা স্বীকার করতে বাধ্য হবেন। খুব সরল মনের, মিশুক। কারো উপকারে আসতে নিজেকে উজাড় ক’রে দেন।
ছড়া তো অনেকেই লেখেন। বেশিরভাগ ছড়াকার বর্ণনাধর্মী ছড়া লেখেন। একটা কাহিনি জানল, সেটাকে ছড়ায় রূপ দিয়ে দিলো- এই যা! কিন্তু ওনার ছড়া বর্ণনাধর্মী কোনো ছড়া নয়। ছড়াকে তার সব অলঙ্কার পরিয়ে ছাড়েন তিনি। ওনার ছড়ায় আপনি রূপক, শব্দের ঝঙ্কার, চিত্রকল্প, অনুপম উপমা সবই পাবেন। বাংলাদেশের অনেক বড় পুরস্কারপ্রাপ্ত ছড়াকারও ওনার মতো মানের ছড়া লিখতে পারেন না। ‘তৈল’ দেওয়ার অভ্যেস নেই ব’লে আঁধারেই প’ড়ে রয়েছেন।
ওনার দুটো ছড়ার বই বের হয়েছে তা-ও অর্ধযুগ আছে। ‘স্নেহের গিলাফ’ ও ‘খুনঝরা ফাল্গুন’। দুটো ছড়াগ্রন্থই সমৃদ্ধ ছড়ায় ভরপুর। অনেকেই হয়তো জানেন না বইদুটোর কথা!
২০১৮ সালে ওনার আরো একটা কিশোরকবিতার বই প্রকাশ হতে যাচ্ছে। নামটা উনি ফেসবুকে বলেছেন কি না মনে পড়ছে না।
বইটার নাম ‘মনটা আমার উড়ালপাখি’। প্রকাশ করবে ঢাকার সাহিত্যদেশ প্রকাশন। যার কর্ণধার শফিক সাইফুল।
তিনি ছড়াকবি ওসমান মাহমুদ।
আজ সেই প্রিয় ছড়াকার, ছড়াকবি ওসমান মাহমুদ ভাইয়ের জন্মদিন। বাঁশখালী টাইমস-র পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইল।
আরও পড়ুন :