কমরুদ্দিন আহমদের কবিতা || অমর শিল্পী হও কবি

 

blank

অমর শিল্পী হও কবি

কমরুদ্দিন আহমদ

কবিতা আমার মা, প্রিয়তমা নারী
স্নেহের সন্তান, দৃশ্যমান নৈসর্গিক শোভা
যাপনের উত্থান-পতন _
উদ্ধৃত কোন কিছুই কবিতা নয়।
সবাই সাধারণ শব্দে নিজের, পরের
বিশ্বমানবের কথায় মুখর
যা অক্ষরজ্ঞান সম্পন্ন সবার পক্ষে
সম্ভব_
যাকে বলতে পারো _
অনুভূতির প্রকাশ, রচনা,
বর্ণনায় শব্দের মিতব্যয়িতা
অথবা _ অন্ত্যমিলের পদ্য।

কবিতা অন্যকিছু, নতুন চিন্তা, কোবিদতা
শব্দমালার অর্থের অধিক অর্থব্যঞ্জনা
বাক্যবিন্যাসের নবতর খেলা
সাধারণের অন্তরালে অসাধারণ ভাব ভাষা ও অর্থের সমন্বিত প্রকাশ।

জটরে লালন কৃতিত্ব মায়ের কিন্তু
কে ঢাললে এক ফোঁটা জল
তরল অনল?
এক ফোটা জল ঢালতে অপরিহার্য
কয় ফোঁটা ঘাম?

বৃক্ষের শরীরে স্বর্ণলতার আলিঙ্গন
একটি নিটোল প্রেমের কবিতা।
যে সন্তান ফুটপাতে গড়াগড়ি খায়
তাকে জড়ালে সমুন্নত মানবিক অধিকারে
নদীর তরঙ্গে মিশাও তাবৎ সমুদ্রের জল
মানবের রক্ত, বীর্য, ঘাম
পাহাড়ের চূড়ায় দেখো পৃথিবীর স্তন
ঝর্নায় দুধের নহর
ঘাসের জরায়ু ছিঁড়ে
নিয়ে এসো সবুজের জেলি
কবিতা থির হবে যাপনের উত্থান পতনে।
কোবিদ হও, অমর শিল্পী হও – কবি।

কবি ও কথাশিল্পী

Save

Save

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *