মু. মিজান বিন তাহের: করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে চট্টগ্রামের বাঁশখালী ইকো পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রসাশনের । বৃহস্পতিবার বাঁশখালী উপজেলা প্রসাশনের ও বন বিভাগের পক্ষ থেকে এ বন্ধের সিদ্ধান্তের কথা জানান। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ পার্কে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভ্যারন্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
তিনি বলেন, বিনোদনকেন্দ্রে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্যই উপজেলা প্রসাশনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পার্কটি খুলে দেয়া হবে।