কাজী জহিরুল ইসলামের কবিতা || আল মাহমুদ

আল মাহমুদ
কাজী জহিরুল ইসলাম

কবির প্রস্থানের শব্দ পাচ্ছি
কেঁপে উঠছে তের’শ নদীর বুক
কাঁপছে কৃষ্ণচূড়ার ডাল, প্রভাতফেরীর মিছিল
মেঘপাখি কাঁপতে কাঁপতে ঢেলে দিচ্ছে আকাশের কান্না
নদীরা আসছে
পাখিরা আসছে
আসছে মক্তবের চুলখোলা আয়েশা আক্তার
রেহেলের ভেতর লুকিয়ে কালের কলস

শুয়োরমুখো ট্রাকগুলো শুধু মুখ ফিরিয়ে রেখেছে
ওরা কবিতা বোঝে না, বোঝে ব্যাংকের ভল্ট
ওরা ছন্দ বোঝে না, বোঝে বুলেট
পঙক্তির বদলে তাই হিংসা, মাত্রার বদলে বেঁছে নিয়েছে নিন্দা।

বাংলার জল-কাদা, শুভ্র শিউলি
পাখির কোমল পালক কবির আব্রু
তোমাকে জড়িয়ে আছে একুশ ও একাত্তর
তের’শ নদীর শুভ্র ঢেউ তোমার অঙ্গে
কেননা হে কবি বাংলা তোমার বচন
তুমি ‘জন্মেছো এই বঙ্গে’।

দেখো কবি বাংলার ধূলিকনারা কী সুতীব্র ছুটে আসছে
এক সুবিশাল বাংলাদেশ নিয়ে
তোমাকে তাঁর আত্মার ভেতরে গ্রহণ করবে বলে।

হলিসউড, নিউ ইয়র্ক। ৪ অক্টোবর ২০১৮।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *