কাথরিয়ায় জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫৫ জন পুরস্কৃত

blank

আল-হেরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৪১ দিন ব্যাপী পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় প্রতিযোগিতা, হাফেজে কোরআন ও এসএসসি সংবর্ধনা সম্প্রতি এতিম উল্লাহ মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আল-হেরা ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহিমা গ্রুপ অব ইন্ডাস্ট্রির ডিজিএম জসিম উদ্দিন সিকদার।বঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬নং(ক) কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইবনে আমিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলফাজ প্রফার্টি ডেভেলপমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী (বাচ্চু)।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন মাষ্টার উবাইদুল্লাহ, মাষ্টার ছৈয়দুল আলম, মাওলানা আবুল কাশেম, জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জামাতের সহিত নামাজ আদায়কারী ৫৫ জন প্রতিযোগি প্রত্যেককে একটি উন্নতমানের ব্যাগ উপহার দেওয়া হয়। প্রতিযোগিতায় যারা ১-২০ সিরিয়ালের মধ্যে ছিলেন তাদেরকে একটি ব্যাগ এবং শিক্ষা সামগ্রী উপহার (১টি পাঞ্জাবি, ১টি জায়নামাজ, ১টি টুপি, ১টি সুগন্ধি আতর, ১টি তসবিহ, ১টি জ্যামিতি বক্স, ১টি স্কেল, ১টি স্টেপ্লার,১ডজন কলম) দেওয়া হয়।

অতিথিবৃন্দ এলাকায় আল-হেরা ইসলামিক ফাউন্ডেশনের এ ধরণের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের সমাজসেবামূলক কাজ অব্যাহত রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আল-হেরা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে বক্তব্যে কুতুব উদ্দিন পারভেজ অনুষ্ঠানে আগত অতিথি, সংবর্ধিত প্রতিযোগী এবং আল-হেরা ইসলামিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ যারা সুন্দর অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আল-হেরা ইসলামিক ফাউন্ডেশন এরকম সামাজিক কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *