বাঁশখালী টাইমস: কালীপুর ৮ নং ওয়ার্ড নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমদ গত রাত ৯:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
গত কিছুদিন আগে বুকে ব্যথা অনুভূত হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাঁর ক্যান্সার শনাক্ত হয়। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারত নেয়া হয়েছিল।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫। আজ বিকাল ৫ টায় কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
বাঁশখালী মা-শিশু ও জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুচের বড় ভাই আজিজ আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা করেছেন অত্র হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ নাসের সহ পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।