বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ‘শিক্ষা বিষয়ক সম্পাদক’ পদে নির্বাচিত হওয়ায় বাঁশখালীর কৃতি সন্তান মোঃ ফরিদুল আলমকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কৃষকলীগ বাঁশখালী উপজেলার নেতৃবৃন্দ।
এ উপলক্ষ্যে গতকাল ১৬ এপ্রিল ২০১৮ ইং চট্টগ্রাম নন্দনকাননস্থ বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা কৃষকলীগের সভাপতি ভিপি মোহাম্মদ ইলিয়াছ, বাঁশখালী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহছান উল্লাহ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট নাছির আহমেদ (অবঃ), যুগ্ম সম্পাদক মানিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াছ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মাঈনুদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল ২০১৮ ইং তারিখে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। তাঁর দক্ষতা ও গতিশীলতা সংগঠননকে এগিয়ে নেয়ায় এ পদে নির্বাচিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে উক্ত চিঠিতে।
মো: ফরিদুল আলমের বাড়ি বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে। তিনি চট্টগ্রাম সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ বাঁশখালী সমিতির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সাথেও যুক্ত আছেন।
প্রেস বিজ্ঞপ্তি||
