(বাঁশখালী টাইমস-তাফহীমুল ইসলাম) : কালীপুর ইউনিয়নের কোকদন্ডীর হাছিয়া পাড়ায় “সুন্নি সমাজ কল্যাণ পরিষদ” কর্তৃক আয়োজিত মিলাদ মাহফিল গতকাল স্থানীয় মসজিদ প্রাঙ্গণে আলহাজ মৌলানা ইলিয়াছ আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপসস্থিত ছিলেন ৫নং কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান, এড. আ,ন, ম, শাহাদত আলম,
প্রধান ওয়েজিন হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা অালহাজ মৌলানা আবুল আছাদ মোহাম্মদ জোবায়ের, বিশেষ অতিথি হিসেবে আল্লামা মাহবুবুল হক নুরী বাংলা, মৌলানা আবদুর রহমান হাশেমী, মৌলানা ইছমত আলী আল কাদেরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।