গুনাগরিস্থ উম্মুল ক্বোরা দাখিল মাদরাসায় ২০১৮ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
 উক্ত সংবর্ধনার প্রধান অতিথি ছিলেন ৫নং কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান অাইনজীবী এডভোকেট অা,ন,ম শাহাদত অালম।
সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি অাবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের সুপার মৌলানা এনামুল হক, প্রতিষ্ঠাতা সদস্য মৌলানা অাবদুর রশীদ, অাবু জাফর চৌধুরী, ইউ,পি সদস্য ২নং ওয়ার্ড অানোয়ারুল অাজীম, নুরুজ্জামান সাহেব, অাবু তালেব, মোহাং শোয়াইব প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি ||

