গুনাগরীতে মসজিদের উন্নয়নে মাস্টার নজির আহমদ ট্রাস্টের অনুদান

বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে পূর্ব গুনাগরী শাহী জামে মসজিদে অনুদান প্রদান করেছেন ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি। গতকাল রোববার সকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এসময় মসজিদ কমিটির সভাপতি-সম্পাদক শিল্পপতি মুজিবুর রহমানকে কাছে পেয়ে স্বাগত জানান এবং মসজিদের উন্নয়নে অতীতের সহযোগিতার কথাও স্মরণ করেন।

শিল্পপতি মুজিবুর রহমান সিআইপি বলেন, পুরো উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, দুস্থ মানুষ ও এলাকার উন্নয়নে আমার পিতার নামে গঠিত ট্রাস্টের উদ্যোগে সহযোগিতা করে আসছি। এরই ধারাবাহিকতায় এ মসজিদের উন্নয়নে পুণরায় পাশে দাঁড়িয়েছি। আগামীতেও উপজেলার উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ চৌধুরী, জাকির হোসেন, প্রকৌশলী রোকন উদ্দিন, ইসলামী যুব পরিষদ নেতা মো. ইউনুছ, পূর্ব গুনাগরী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি দোজ মুহাম্মদ খোকন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাব উদ্দীন, স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতি মহিউদ্দিন নাবিল, উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক মঈন উদ্দিন মামুন, ছাত্রলীগ নেতা নেজাম উদ্দিন, রিয়াজ, মামুন, মনছুর, আনিছ, জোবাইর, হামিদ, মনজুর, ওয়াহেদ, রিয়াদ, আরাফাত, রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *