গুনাগরী আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসার সফলতা

নুর মুহাম্মদ: বাঁশখালী উপজেলার গুনাগরি সদরে অবস্থিত দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্নয়ে ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান আয়েশা ছিদ্দিকা (রাঃ) ইসলামিয়া মহিলা মাদরাসা ইবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষা ২০১৭এর ফলাফলে এবারও শতভাগ সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

উক্ত পরীক্ষায় বিগত পরীক্ষাগুলোর ন্যায় এবারও মেধাবৃত্তি ও A+সহ শতভাগ পাশ ধরে রেখেছে।

উল্লেখ্য প্রতিষ্ঠানটি ২০০৯ সালের অস্তমিতলগ্নে দ্বীন প্রচারের তামান্না নিয়ে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরি সদরে আল্লাহ ও তার রাসুলের(সাঃ) সন্তুষ্টির উদেশ্যে এবং হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) এর যোগ্য উত্তরসূরি গড়ার লক্ষে বিশিষ্ট আলেমেদ্বীন, মাওঃ আব্দুল মজিদ সাহায্য সংস্থার চেয়ারম্যান মাওলানা হাফেজ শেখ ওবাইদুল্লাহ প্রতিষ্ঠা করেন।

মাদরাসার নির্বাহী পরিচালক মাওঃ জাফর আহমদ চৌধুরী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ এ ধারা যেন অব্যাহত থাকে এজন্য দেশবাসীর কাছে দো’য়া চেয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *