চট্টগ্রামে টেড হিউজ শীর্ষক উত্তর আধুনিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

blank

উত্তর আধুনিক সাহিত্য আন্দোলন, চট্টগ্রামের উদ্যোগে টেড হিউজ শীর্ষক সাহিত্য আড্ডা গতকাল ৩১ আগস্ট ২০২২ ইং সন্ধ্যা ৭ টায় নগরীর চকবাজারে অনুষ্ঠিত হয়।

আড্ডায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও উত্তর আধুনিকতা বিষয়ক গবেষক আজিজ রাজ্জাক। ‘টেড হিউজ: উত্তর আধুনিকতা ও বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধে আলোচক উত্তর আধুনিকতা বিষয়ে স্বনামধন্য সাহিত্যিক টেড হিউজের মনোভাব এবং বাংলাদেশ প্রেক্ষাপটে টেড হিউজের প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করেন। এছাড়া টেড হিউজের বিভিন্ন কবিতার বিষয়বস্তু আলোচনাপূর্বক উত্তর আধুনিকতা বিষয়ক প্রকরণগুলো চিহ্নিত করেন তিনি।

আলোচনায় বক্তারা বলেন- ‘সাহিত্যে উত্তর আধুনিক চিন্তা মূলতা নৈতিকতা ও শুদ্ধতার পাঠকে গুরুত্ব দেয়। আধুনিক ও উত্তর আধুনিক সাহিত্যের মধ্যকার স্বীকৃত বিতর্কগুলো চিহ্নিত করে সুস্থ কৃষ্টি-সংস্কৃতি ও সাহিত্যকে সমৃদ্ধ করার তাগিদে সাহিত্যকর্মীদের সচেতন ও সোচ্চার থাকার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন আলোচকবৃন্দ৷

কবি ও প্রাবন্ধিক খোরশেদ মুকুলের সঞ্চালনায় এতে আলোচক ছিলেন কবি ও কথাশিল্পী সুজন আহসান ও কবি আজাদ আশরাফ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক আবু সাইয়েদ হান্নান, কবি ও সম্পাদক আবু ওবাইদা আরাফাত, কবি ও গবেষক শামস সাইমুন, ওমর ফারুক, সঞ্জয় দেওয়ানজী, কবি হিমেল রিফাত প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *