তাফহীমুল ইসলাম: বাঁশখালী প্রধান সড়কের পশ্চিমে চেচুরিয়া-কাথরিয়া সড়ক থেকে খন্দকার পাড়া- হুজুর পাড়া সড়কটি ব্যস্ততম সড়কের মধ্যে অন্যতম। যে সড়ক দিয়ে প্রতিদিন বৈলছড়ী হাইস্কুল, হামেদিয়া মাদরাসা, গার্লস কলেজ, চেচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। তাছাড়া চেচুরিয়া ঘোনাপাড়া, হুজুরপাড়া, হিন্দুপাড়ার মানুষ বেশির ভাগ এই পথে যাতায়াত করেন। প্রায় মাস দেড়েক আগে প্রবল বৃষ্টির কারণে গত ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আজগরের বাড়ির সামনের অংশে থাকা নালাটি ভেঙ্গে যায়। যার ফলে রাস্তা ধসে পড়ে। যার কারণে সড়কটি দিয়ে যান চলাচল করতে পারছে না।
এতে সড়ক দিয়ে যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এলাকাবাসীর অভিযোগ- তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার পরও কেন এতোদিন রাস্তার ভাঙ্গা অংশ সংস্কার হচ্ছে না। কেউ কেউ হেসে বলছেন- আমরা ছিটমহলবাসী। তাই সংস্কার হচ্ছে না।