পেঁয়াজ
জনি হোসেন কাব্য
জন্মদিনে কেক কাটেনি
কেটেছিল পেঁয়াজ,
ভীষণ খুশি, কান্না এলো
আত্মহারা সে আজ।
জানি না ঠিক কান্নাটা কী
আবেগ? নাকি ঝাঁঝের,
থাকুক ওসব! খুঁজবো না তো
কারণ টারণ আজ এর।
গিফট পেয়েছে পেঁয়াজের রিং
লাল পেঁয়াজের হারও,
‘পেঁয়াজবালা’ পায়নি বলে
মুখ করেছে ভার ও।
আরো যে চাই ‘পেঁয়াজপোশাক’
যদি না পায়, মত তার-
বেছে নিবে কঠিন পথ সে
নীরব আত্মহত্যার।

