ভোগান্তি
 নাফীছাহ্ ইফফাত
ভুগছি আমি ভীষণ জ্বরে
 যাচ্ছে সবাই দূরে সরে,
 দেখছি তাদের আসল রূপ
 মুখোশের পরে ছিল চুপ।
খুকখুক করে খুব কাশি
 হচ্ছে যেন গলায় ফাঁসি,
 জ্বলছে শরীর পুড়ছে খুব
 যন্ত্রণাতে দিচ্ছি ডুব।
এ যেন এক করুণ রোগ
 বিনা কারণ করছি ভোগ,
 এটাই বুঝি করোনা, হায়!
 নিজের কাছে খুব অসহায়।
উচ্ছ্বল আমি শান্ত না
 মৃত্যুয় পাবো স্বান্তনা!
 প্রাণটা যখন নেবে কেড়ে
 এই পৃথিবী যাব ছেড়ে।

