
মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী পৌরসভার দক্ষিন জলদী ৯ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে দুইটি দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড কার্তুজ সহ এক যুবতীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। বুধবার (৮এপ্রিল) গভীর রাতে দক্ষিন জলদী ৯ নং ওয়ার্ডের জনৈক মাহবুবুর রহমানের বাসা বাড়ি থেকে আমান পাখি প্রকাশ র্ঝণা (২০)কে আটক করে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সে এবং তার স্বামী প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র ব্যবসা করে আসছিল । সে একই এলাকার রফিক আহমদের কন্যা ও মোরশেদুল আলমের স্ত্রী।
বাঁশখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ সহ এক যুবতীকে আটক করা হয়। পুলিশের অভিযান টের পেয়ে তার স্বামী মোঃ মোরশেদ পালিয়ে যায়। তারা র্দীঘ দিন যাবৎ অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।
