জলদীতে যুবলীগ নেতা হত্যার ঘটনায় ক্ষোভ-উত্তেজনা

বাঁশখালীর উত্তর জলদীর মনকিপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিবাগত রাত দুইটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম দিদারুল আলম (৩০)। তাঁর বাড়ি পৌরসভার উত্তর জলদীর মনকিপাড়া গ্রামে। তিনি পৌরসভার চার নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

জানা গেছে, গতকাল রাতে তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। সেখান থেকে সে ছুরিকাহত অবস্থায় ১০টার দিকে বাড়ির কাছে পৌঁছে বলতে থাকে যে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। প্রথমে তাঁকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সূত্রে জানা গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে খুনিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভায় উত্তেজনা বিরাজ করছে, বিকেলে বিক্ষোভ কর্মসূচী রয়েছে বলে জানা গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *