জলোচ্ছ্বাসের আশঙ্কা, ৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে আজও চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কাও দেখছে আবহাওয়া অফিস।

এদিকে দেশের ৪ সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। আর নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এখন পর্যন্ত স্থল নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজকে সারা দিনই বৃষ্টি হবে। আগামীকাল বৃষ্টি কমতে পারে।

You May Also Like

One thought on “জলোচ্ছ্বাসের আশঙ্কা, ৩ নম্বর সতর্কতা সংকেত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *