জুমঅার দিনের আমল সমূহ…
রাসূল (সা.) বলেছেন, “যে ব্যক্তি পবিত্র জুমঅার দিনে নিম্নোক্ত কাজ গুলো করবে তার জন্য প্রতি কদমে কদমে (বাসা থেকে মসজিদে যেতে যতবার হাটবেন প্রতি হাটায়) এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল ইবাদতের সোওয়াব দেওয়া হবে।” (সুবহানঅাল্লাহ)
(মুসলিম, তিরমিযী)
১| _উত্তম রূপে গোসল করা।
২|_তাড়াতাড়ি মসজিদে যাওয়া।
৩|_পায়ে হেটে মসজিদে যাওয়া।
৪|_ইমামের কাছাকাছি বা সম্মুখে বসা।
৫|_ কথা বার্তা না বলে মনযোগ সহকারে ইমামের খুৎবা শুনা।
খুবই সহজ একটি অামল কিন্তু তার ফজিলত মাশা-অাল্লাহ অনেক।
মহান অাল্লাহ অামাদের সবাইকে এই আমল গুলো করার তৌফিক দান করেন ৷ আমিন।