বাঁশখালী টাইমস:টর্নেডো ও হঠাৎ ঘূর্ণি বাতাসের আক্রমণে লণ্ডভণ্ড হয়ে গেছে পূর্ব চাম্বল সোনারখীল গ্রাম। এতে অন্তত ১০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অসহায় গরীব দুখী মানুষের কষ্টে আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠেছে।
জানা গেছে, আজ সকাল ১০টা ১৫ মিনিটের সময় পুর্ব চাম্বল সোনারখীল গ্রামের উপর ঘূর্ণিবাতাসে আক্রমণ করে ১. মৃত আব্দুল করিমের ঘর ২.দেলোয়ার পিতা জপির এর ঘর ৩.মির কাসেম, ৪.বাবুল ৫.আমান হোছেন ৬.আবুল খাইর ৭.খুরশিদা বেগম ৮.নুর কাদেরর দোকান সহ উল্লেখিত ঘরবাড়ি সম্পুর্ন ধ্বংস হয়ে গেছে এবং লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে।
উল্লেখ্য, আয়েশা খাতুন নামে বয়স্ক মহিলাকে ঘোরতর আহত অবস্থায় বাঁশখালী মেডিকেলে প্রেরণ করা হয়েছে, এই অবস্থায় প্রশাসনের এবং ধনাঢ্য ব্যক্তিবর্গের দ্রুত সাহায্য কামনা করেছেন গ্রামবাসী।