তাফহীমুল ইসলামের ছড়া।। যুদ্ধে চলো, যুদ্ধ

যুদ্ধে চলো যুদ্ধে
তাফহীমুল ইসলাম

ঘোষনা এসেছে করতে লড়াই
যেতে এবার যুদ্ধে।
নিরব ক’দিন থাকবো আর,
এমন সিদ্ধান্ত ক্ষুদ্ধে।

আমার ভাইকে মারলে কেনো
জবাব এবার দাও,
বার্মা আমরা করব দখল
কোথায় যাবে যাও!

কি অপরাধে মেরেছো তোমরা
তাদের করে জবাই?
এখন পালাবে কেমন করে,
কোথায় যাবে সবাই!

আমরা এখন তুলবো ধ্বনি
বার্মা করতে দখল,
তখন তোমরা যাবে কোথায়,
ভাসবে নাফে সকল?

আসছি আমরা দ্রুত পালাও
নয়তো সবাই মরবে।
বার্মা দেশের গর্ত সকল
মগের লাশে ভরবে।

এবার সবাই প্রস্তুতি নাও
ভেঙ্গে চোখের ঘুম,
যুদ্ধে যেতে সাথে নিয়ে
কালেমা নামের বুম।

বার্মা হবে স্বাধীন দেশ
এবার লড়াইয়ের মিশন।
স্বাধীন দেশটি চলার সাথে
কালেমা হবে ভিশন।

সময় হয়েছে ধরতে এখন
বিশ্ব শাসনের হাল।
বিশ্বে এখনি উড়াতে হবে
কালেমার বিজয়ী পাল।

কাফন গায়ে মাঠে এসো
করতে বার্মা জয়।
ওমর, খালিদ গিয়েছে সামনে
নেইতো কোন ভয়।

সবাই মিলে করতে লড়াই
ঝাঁপিয়ে পড়ো যুদ্ধে।
বিশ্ব আমরা করবো শাসন
এগিয়ে নিবো শুদ্ধে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *