বড়ঘোনা প্রতিনিধি: “স্রেফ ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড পশ্চিম বড়ঘোনার সকাল বাজারের দোকানপাট!”
এই বৃষ্টির মাঝেও সবাই স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছিল। কেউ ঘুনাক্ষরেও টের পায়নি তাদের দোকানপাটের ছাদ ও ছাউনি এভাবে মুহূর্তেই উড়ে যাবে! এই দুই মিনিটের তাণ্ডবে দোকানের আলমারি থেকে শুরু করে দ্রব্যসামগ্রীও বাতাসে উড়ে যায়। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।