পুইছড়িতে রাস্তা মেরামতে বাঁধা, হামলার অভিযোগ

blank

বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ি ৫ নং ওয়ার্ডস্থ হাব্বান আলী চৌধুরীর নতুন বাড়ি এলাকায় নিজ জায়গায় স্থিত রাস্তা মেরামতকালে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন মৃত জহিরুল ইসলাম চৌধুরী বাবুর পুত্র আওয়ামীলীগ নেতা শাহাদাৎ ইসলাম চৌধুরী মামুর(৩৫)। গত ১৯ এপ্রিল ২০২৩ ইং বাঁশখালী থানায় দায়ের করা অভিযোগে জানা যায়- ‘নিজ জায়গায় রাস্তা মেরামতকালে ১৯ এপ্রিল দুপুর ২ টার দিকে বিবাদী মো. ছগির ক্ষিপ্ত হয়ে তেড়ে এসে শারিরীকভাবে জখম করেন। আহত হয়ে বাঁশখালী থানায় চিকিৎসা গ্রহণ করেন।’

এ প্রসঙ্গে বাদী বাঁশখালী টাইমসকে বলেন- ‘অতর্কিত অবস্থায় অস্ত্রসহ আমার উপর হামলা করে। আমি একজন অপারেশনরোগী। এ অবস্থায় অন্যায়ভাবে আমাকে শারীরিকভাবে আঘাত ও এই ঘটনার সুষ্টু তদন্তপূর্বক প্রশাসনের কাছে বিচার চাই।’

blank
অভিযোগের ভিত্তিতে বিবাদী মো. ছগিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- ‘আমি হামলায় জড়িত ছিলাম না। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম একটি খবর পৌঁছানোর জন্য। রাস্তার জায়গাটা মূলত আমাদের৷ এ বিষয়ে আমরা শওকত মেম্বারকে বিচার দিয়েছিলাম। কিন্তু কোন সুরাহা পাইনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *