পুকুরিয়া প্রতিনিধি : পুকুরিয়ায় সামাজিক প্রোগ্রামে যোগদান ও
স্থানীয় দক্ষিণ হাজিগাঁও মনুহোছন মাতব্বর জামে মসজিদ পরিদর্শন করেন দৈনিক পূর্বদেশ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সি,আই,পি। পরিদর্শন শেষে
মসজিদ সংস্কারের সহযোগিতার আশ্বাস
প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন কানাডা
প্রবাসী প্রফেসর ডাঃ জুনাইদ, বীর মুক্তিযোদ্ধা
প্রফেসর আজিজ হায়দার, উপজেলা আওয়ামীলীগ
নেতা জসিম উদ্দিন খোকন, কাথারিয়া ইউনিয়ন
আওয়ামীলীগের সাবেক সাঃসম্পাদক ইউসুফ চৌং
সহ স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিবর্গ।