পূর্ব রায়ছটায় ২০১৫ সালে প্রতিষ্ঠিত “আলো”(একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন)এর উদ্যেগে এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটালের সহযোগিতায় গত ১২ই জানুয়ারি রোজ শুক্রবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত সাঙ্গু নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্টান “যাতানূরাইন ফাযিল মাদ্রাসা”র ক্যাম্পাসে গ্রামের অবহেলিত রোগীদের নিয়ে অনুষ্ঠিত হলো “মেডিকেল ক্যাম্পেইন ও ব্লাডগ্রুপিং প্রোগ্রাম”।
উক্ত “মেডিকেল ক্যাম্পেইন ও ব্লাডগ্রুপিং প্রোগ্রাম” এ উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী, পীরে তরিক্বত ও সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ মনিরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী জাহেদুল হক জাহেদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মাষ্টার লোকমান হাকিম, ৩নং ইউনিয়ন এর সফল তরুন চিকিৎসক ডাঃএস এ রাসেল এবং তরুন রাজনীতিবিদ বোরহান উদ্দীন সাহেব সহ এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এতে আগত সকল মেহমানবৃন্দ “আলো” সংগঠনের উত্তরোত্তর সফলতা ও ভবিষ্যৎ কর্মসূচীতে পাশে থাকার কথা ব্যক্ত করেন।