বাঁশখালী টাইমস: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি বোরহান উদ্দিন ও সেক্রেটারি আবু তাহেরের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিজয় র্যালী।
মিছিলে অংশ নেয় দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা হতে আসা হাজার হাজার ছাত্রলীগ।
চট্টগ্রামসহ সারাদেশে চলছে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ১৯৪৮ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ ও একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ। প্রতিষ্ঠার পর থেকে স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন- সংগ্রামে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয়দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এতে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সল জামিল চৌধুরী (ছাকি)র নেতৃত্বে বাঁশখালীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।