নিউজ ডেস্ক: প্রাণ ফ্রুটোর অফিসিয়াল পেইজে আবার বাঁশখালী! এর আগে প্রাণের অফিসিয়াল পেইজে স্থান পেয়েছিল বাঁশখালী ইকোপার্ক। আর আজ স্থান পেয়েছে ”বাঁশখালী সমুদ্রসৈকত”। তাদের পেইজে সাঙ্গুর দক্ষিণ অংশ তুলে তারা লিখেছে—
“বাঁশখালী সমুদ্র সৈকত সাঙ্গুর দক্ষিণ কূল থেকে শুরু করে পশ্চিমে বঙ্গোপসাগর বেষ্টিত প্রায় ৩৫ কিলোমিটারের এই সমুদ্রতীরবর্তী অঞ্চল বাঁশখালী সমুদ্র সৈকত নামে পরিচিত। সৈকতে গেলেই দেখা যাবে ঝাউগাছের সারি। এছাড়াও সু-বিশাল চর এবং নীল সমুদ্র আপনার মনকে মুহুর্তে সতেজ করে তুলবে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে লাল কাঁকড়া। খুব সকালে সৈকতে যদি যাওয়া যায়, তবেই আপনি দেখতে পাবেন ঝাঁকে ঝাঁকে দৃষ্টিনন্দন লাল কাঁকড়া। সৈকতের ভেজা বালির উপর একসাথে এতগুলো লাল রঙের কাঁকড়া দেখলে লাল কার্পেটের মত মনে হয়। এখানে জোয়ার-ভাটার ঢেউয়ের শব্দ পর্যটকের মন কাড়ে। সব মিলিয়ে বাঁশখালী সমুদ্র সৈকতে আছে আপনার মন ভালো করে দেয়ার মত একটা পরিবেশ। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কর্ণফুলীর তৃতীয় সেতু বা নতুন ব্রিজ যেতে হবে। সেখান থেকে বাস অথবা লোকাল সিএনজিতে গুনাগরি বাজার। লোকাল অথবা রিজার্ভ সিএনজি করে বাজার থেকে হাতের ডানে সমুদ্র সৈকত যেতে পারবেন।”
১৩ ঘণ্টায় সেই পোস্টে লাইক পড়েছে সাড়ে ৫ হাজারেরও বেশি, কমেন্ট করেছেন ৯৭ জন ও শেয়ার করেছেন ৫৮ জন। বাঁশখালীর পর্যটনস্পট ছড়িয়ে পড়ুক সারাদেশে, বিশ্বে।