পান্তাভাতে কাঁচামরিচ
ফজলুল হক মিলন
পান্তাভাতে কাঁচামরিচ
সাথে ছিলো পেয়াজ,
এমনতরো প্রিয় খাবার
সকল কালের রে’য়াজ!
নুন কিনতে পান্তা ফুরায়
মরিচ পোড়ে ঝাঁজে,
ঘোমটা দিয়ে মুখটা লুকাই
অন্যরকম লাজে!
পটল কিনে পটলতোলা
হলো কাশেম চাচার,
শাকবাজারে লাগছে আগুন
উপায় তো নেই বাঁচার।
পুঁইয়ের ডগার কদর দেখে
নুইয়ে পড়ে মাথা,
কোথায় জানি হারিয়েছি
বগলদাবা ছাতা।
পকেট থাকে শূন্য এবং
ব্যাগটা থাকে খালি,
ফিরলে বাড়ি বউটা মারে
দুই হাতে হাততালি!
কী যে করি কনছে জনাব
সবকিছুই বাড়ে,
বাড়াবাড়ির এমন চাপে
জীবনটা ছাড়খারে!