টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় দ্যা বেস্ট জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
দিয়েগো ম্যারাডোনা পুরস্কারটা তুলে দেন ক্রিস্তিয়ানো রোনালদোর হাতে। লন্ডনে। হ্যাঁ, যে দেশে যেখানে ম্যারাডোনা জাতীয় শত্রু হিসেবে বিবেচিত। অনুষ্ঠানে তো লিওনেল মেসিও ছিলেন। খুব কি কষ্ট লেগেছে তার? তারই দেশের শতাব্দীর সেরা ফুটবলার ফিফার বিশ্ব বর্ষসেরার পুরস্কার তুলে দিচ্ছেন। কিন্তু তার হাতে নয়। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের উইঙ্গার ক্রিস্তিয়ানো রোনালদোর হাতে। হ্যাঁ, মনোনিত সেরা তিনে নেইমারও ছিলেন। কিন্তু প্রতিযোগিতাটা ছিল বরাবরের মতো মেসি-রোনালদোর মাঝে। সবদিক দিয়ে ম্যারাডোনার উত্তরসূরি মেসিকে হারিয়ে এবারও ফিফার বিশ্ব বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারটা জিতলেন রোনালদো।