ফিফা রেফারি প্যানেলে বাঁশখালীর বিটুরাজ

blank

বাঁশখালী টাইমস: বিশ্বকাপ ফুটবলের আয়োজনকারী প্রতিষ্ঠান ফিফা রেফারি প্যানেলে সুযোগ পেলেন বাঁশখালীর কৃতিসন্তান বিটুরাজ বড়ুয়া।
এর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ৫ জন দক্ষ ও সৌভাগ্যবান রেফারির একজন হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনের ফুটবল ম্যাচ পরিচালনার সুযোগ পেলেন।

blank

এ প্রসঙ্গে আজ রাতে বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে বিটুরাজ বড়ুয়া জানান- ‘এটা আমার জন্য বড় সুখবর ও আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। আমার স্বপ্ন ছিল আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন- ‘আমি বর্তমানে এএসফি- এশিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে উচ্চতর প্রশিক্ষণে আছি। বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে পরিচালনার মধ্য দিয়ে সে স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

বিটুরাজ বড়ুয়ার বাড়ি বাঁশখালী পৌরসভার বড়ুয়া পাড়ায়। তিনি ২০১১ সাল থেকে সফলতার সাথে রেফারি কোর্স সম্পন্ন করে রেফারি হিসেবে নিজেকে নিয়োজিত করেন। তৃতীয় থেকে প্রথম রেফারি হিসেবে পদোন্নতি পেয়ে তিনি ২০১৭ সালে জাতীয় রেফারি হিসেবে অন্তর্ভুক্ত হন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *